আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৯- জানাযার অধ্যায়

হাদীস নং: ১১৭১
আন্তর্জাতিক নং: ১২৪৩
- জানাযার অধ্যায়
৭৮৬. কাফন পরানোর পর মৃত ব্যক্তির কাছে যাওয়া।
১১৭১। সাঈদ ইবনে উফাইর (রাহঃ) ......... লাঈস (রাহঃ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন।
আর নাফি’ ইবনে ইয়াযীদ (রাহঃ) উকাইল (রাহঃ) সূত্রে বলেন- مَا يُفْعَلُ بِهِ তার সঙ্গে কি ব্যবহার করা হবে?* শু’য়াইব, আমর ইবনে দীনার ও মা’মার (রাহঃ) উকাইল (রাহঃ)-এর অনুসরণ করেছেন।

*অর্থাৎ প্রথম বর্ণনায় রয়েছে مَا يُفْعَلُ بِي আমার সঙ্গে কি ব্যবহার করা হবে? আর দ্বিতীয় বর্ণনায় রয়েছে مَا يُفْعَلُ بِهِ তার সঙ্গে কি ব্যবহার করা হবে?
كتاب الجنائز
بَابُ الدُّخُولِ عَلَى المَيِّتِ بَعْدَ المَوْتِ إِذَا أُدْرِجَ فِي أَكْفَانِهِ
1243– ... حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ مِثْلَهُ. وَقَالَ نَافِعُ بْنُ يَزِيدَ، عَنْ عُقَيْلٍ مَا يُفْعَلُ بِهِ. وَتَابَعَهُ شُعَيْبٌ، وَعَمْرُو بْنُ دِينَارٍ، وَمَعْمَرٌ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
rabi
বর্ণনাকারী: