আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৩৪- ইসলামী রাষ্ট্রনীতির অধ্যায়
হাদীস নং: ৪৭৫৯
আন্তর্জাতিক নং: ১৮৯৮-২
- ইসলামী রাষ্ট্রনীতির অধ্যায়
৪০. ওযরগ্রস্ত ব্যক্তিদের জন্য জিহাদের ফরয রহিত
৪৭৫৯। আবু কুরায়ব (রাহঃ) ......... বারা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ আয়াত নাযিল হলো, তখন ইবনে উম্মে মাকতুম (রাযিঃ) সে ব্যাপারে তার (রাসূলুল্লাহ (ﷺ) এর) সঙ্গে আলাপ করলেন। তখন নাযীল হলোঃغَيْرُ أُولِي الضَّرَرِ অর্থাৎ যাদের কোন ওযর নেই।
كتاب الإمارة
باب سُقُوطِ فَرْضِ الْجِهَادِ عَنِ الْمَعْذُورِينَ،
وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ بِشْرٍ، عَنْ مِسْعَرٍ، حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ لَمَّا نَزَلَتْ ( لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ) كَلَّمَهُ ابْنُ أُمِّ مَكْتُومٍ فَنَزَلَتْ ( غَيْرُ أُولِي الضَّرَرِ)