আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৩৭- পানাহার ও পানীয় দ্রব্যাদীর বিবরণ
হাদীস নং: ৫১৫৮
আন্তর্জাতিক নং: ২০৪৪-১
- পানাহার ও পানীয় দ্রব্যাদীর বিবরণ
২৩. আহারকারীর বিনয়-নম্রতা মুস্তাহাব আর তার উপবেশনের পদ্ধতি
৫১৫৮। আবু বকর ইবনে আবি শাঈবা ও আবু সাঈদ আশাজ্জ (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ) কে দুই পা (গোছা) খাড়া করে উপরি বসে খেজুর খেতে দেখেছি।
كتاب الأشربة
باب اسْتِحْبَابِ تَوَاضُعِ الآكِلِ وَصِفَةِ قُعُودِهِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ كِلاَهُمَا عَنْ حَفْصٍ، قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ مُصْعَبِ بْنِ سُلَيْمٍ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم مُقْعِيًا يَأْكُلُ تَمْرًا .
হাদীসের ব্যাখ্যা:
الْمُقعِي শব্দটির উৎপত্তি إِقعَاءٌ থেকে। এর অর্থ এমনভাবে বসা, যাতে নিতম্ব মাটিতে থাকবে, দুই পায়ের নলা থাকবে খাড়া এবং দুই হাত দিয়ে নলা জড়িয়ে ধরা হবে। আরবীতে একে اِحْتِبَاءُ-ও বলা হয়। সাধারণত সেকালে গোলামেরা এভাবে বসত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক সময় এভাবে বসতেন। এরূপ বসার দ্বারা বিনয় প্রকাশ পায়, যেহেতু এ বসাটা গোলামদের বসার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
আল্লাহ তা'আলার বান্দা হিসেবে অন্য সকল ক্ষেত্রের মতো বসার বেলায়ও আমাদেরকে বিনয় অবলম্বন করতে হবে।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
আল্লাহ তা'আলার বান্দা হিসেবে অন্য সকল ক্ষেত্রের মতো বসার বেলায়ও আমাদেরকে বিনয় অবলম্বন করতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)