আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪৬- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮৬৪
আন্তর্জাতিক নং: ২৩৪১-১
- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
২৯. রাসূলুল্লাহ (ﷺ) এর বার্ধক্য
৫৮৬৪। আবু বকর ইবনে আবি শাঈবা, ইবনে নুমাইর ও আমর আন-নাকিদ (রাহঃ) ......... ইবনে সীরীন (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আনাস (রাযিঃ) কে প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহ (ﷺ) কি খেযাব (কলপ) লাগাতেন? তিনি বললেনঃ তিনি তো তেমন বার্ধক্য দেখেন নি তবে ...... ইবনে ইদরীস (রাহঃ) বলেন, তিনি [আনা (রাযিঃ)] যেন কম বুঝাচ্ছিলেন। অবশ্য আবু বকর ও উমর (রাযিঃ) মেহদী এবং নীল রংের খেযাব লাগিয়েছেন।
كتاب الفضائل
باب شَيْبِهِ صلى الله عليه وسلم .
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ، نُمَيْرٍ وَعَمْرٌو النَّاقِدُ جَمِيعًا عَنِ ابْنِ إِدْرِيسَ، - قَالَ عَمْرٌو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ الأَوْدِيُّ، - عَنْ هِشَامٍ، عَنِ ابْنِ سِيرِينَ، قَالَ سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ هَلْ خَضَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّهُ لَمْ يَكُنْ رَأَى مِنَ الشَّيْبِ إِلاَّ - قَالَ ابْنُ إِدْرِيسَ كَأَنَّهُ يُقَلِّلُهُ - وَقَدْ خَضَبَ أَبُو بَكْرٍ وَعُمَرُ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ .
বর্ণনাকারী: