আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৯- জানাযার অধ্যায়
হাদীস নং: ১২৯৩
আন্তর্জাতিক নং: ১৩৭৬
- জানাযার অধ্যায়
৮৭০. কবরের আযাব থেকে পানাহ চাওয়া।
১২৯৩। মু’আল্লা (রাহঃ) ......... খালিদ ইবনে সাঈদ ইবনে আ’স (রাযিঃ) এর কন্যা থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) কে কবরের আযাব থেকে পানাহ চাইতে শুনেছেন।
كتاب الجنائز
باب التَّعَوُّذِ مِنْ عَذَابِ الْقَبْرِ
1376 - حَدَّثَنَا مُعَلًّى، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، قَالَ: حَدَّثَتْنِي ابْنَةُ خَالِدِ بْنِ سَعِيدِ بْنِ العَاصِ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَهُوَ «يَتَعَوَّذُ مِنْ عَذَابِ القَبْرِ»
বর্ণনাকারী: