আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪৭- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১৬৯
আন্তর্জাতিক নং: ২৪৮৯-২
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
৩৪. হাসসান ইবনে সাবিত (রাযিঃ) এর ফযীলত
৬১৬৯। উসমান ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... হিশাম ইবনে উরওয়া (রাযিঃ) এর সূত্রে এই সনদে বর্ণিত যে, আয়িশা (রাযিঃ) বলেন, হাসসান ইবনে সাবিত (রাযিঃ) নবী (ﷺ) এর কাছে মুশরিকদের বিরুদ্ধে ব্যাঙ্গ কবিতা রচনার অনুমতি চাইলেন। তবে তাঁরা এই বর্ণনায় আবু সুফিয়ানের কথা উল্লেখ করেননি। আব্দার বর্ণনায়الْخَمِيرِ এর স্থলে الْعَجِينِ রয়েছে।
كتاب فضائل الصحابة رضى الله تعالى عنهم
باب فَضَائِلِ حَسَّانَ بْنِ ثَابِتٍ رضى الله عنه
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، بِهَذَا الإِسْنَادِ قَالَتِ اسْتَأْذَنَ حَسَّانُ بْنُ ثَابِتٍ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي هِجَاءِ الْمُشْرِكِينَ . وَلَمْ يَذْكُرْ أَبَا سُفْيَانَ وَقَالَ بَدَلَ الْخَمِيرِ الْعَجِينِ .
বর্ণনাকারী: