আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৫৩- কিয়ামত, জান্নাত ও জাহান্নামের বিবরণ অধ্যায়
হাদীস নং: ৬৮১৪
আন্তর্জাতিক নং: ২৮০০-১
- কিয়ামত, জান্নাত ও জাহান্নামের বিবরণ অধ্যায়
৯. চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিবরণ
৬৮১৪। আমর আন নাকিদ ও যুহাইর ইবনে হারব (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর সময় চন্দ্র দ্বিখণ্ডিত হল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা সাক্ষী থাক।
كتاب صفة القيامة والجنة والنار
باب انْشِقَاقِ الْقَمَرِ
حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ أَبِي، نَجِيحٍ عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ انْشَقَّ الْقَمَرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِشِقَّتَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اشْهَدُوا " .