আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৫৪- জান্নাতের নিআমত ও জান্নাতীদের বর্ণনা
হাদীস নং: ৬৮৮০
আন্তর্জাতিক নং: ২৮৩০-২
- জান্নাতের নিআমত ও জান্নাতীদের বর্ণনা
৪. জান্নাতিগণ আকাশের তারকারাজি দেখার ন্যায়ই পরস্পর বালাখানাসমূহের বাসিন্দাগণকে দেখতে পাবে
৬৮৮০। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আবু হাযিম (রাহঃ) থেকে উল্লেখিত দুই সনদে ইয়াকুবের হাদীসে অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب الجنة وصفة نعيمها وأهلها
باب تَرَائِي أَهْلِ الْجَنَّةِ أَهْلَ الْغُرَفِ كَمَا يُرَى الْكَوْكَبُ فِي السَّمَاءِ
وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَبِي حَازِمٍ، بِالإِسْنَادَيْنِ جَمِيعًا نَحْوَ حَدِيثِ يَعْقُوبَ .
বর্ণনাকারী: