আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২০- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৪১৭
আন্তর্জাতিক নং: ১৫০৫
- যাকাতের অধ্যায়
৯৫৪. সাদ্‌কাতুল ফিতর এক সা’ পরিমাণ যব।
১৪১৭। কাবীসা ইবনে উকবা (রাহঃ) ......... আবু সা’ঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এক সা’ পরিমাণ যব দ্বারা সাদ্‌কাতুল ফিতর আদায় করতাম।
كتاب الزكاة
بَابٌ: صَدَقَةُ الفِطْرِ صَاعٌ مِنْ شَعِيرٍ
1505 - حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كُنَّا نُطْعِمُ الصَّدَقَةَ صَاعًا مِنْ شَعِيرٍ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)