কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং:
পাক-পবিত্রতার অধ্যায়
১. পেশাব পায়খানার সময় নির্জনে গমন সম্পর্কে।
২. মুসাদ্দাদ ইবনে মুসারহাদ .... জাবের ইবনে আব্দুল্লাহ্ হতে বর্ণিত তিনি বলেনঃ নবী (ﷺ) যখন পায়খানার ইরাদা করতেন, তখন তিনি এতদূরে গমন করতেন যে, তাকে কেউ দেখতে পেত না।
كتاب الطهارة
باب التَّخَلِّي عِنْدَ قَضَاءِ الْحَاجَةِ
حدَّثنا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الْمَلِكِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَرَادَ الْبَرَازَ انْطَلَقَ حَتَّى لاَ يَرَاهُ أَحَدٌ .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, ইসিত্মঞ্জা আড়ালে করতে হবে। অনুরূপ হাদীস হযরত ইবনে মাসউদ রা. থেকেও হাসান সনদে বর্ণিত হয়েছে। (মু’জামে তবারানী আওছাত-৯১৮৯) এ ছাড়াও আবু দাউদ শরীফ-২২ নং হাদীসে সহীহ সনদে বর্ণিত আছে যে, রসূলুলস্নাহ স. একটি ঢাল দ্বারা আড়াল করে পেশাব করেছেন।