কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১. পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ১৭
আন্তর্জাতিক নং: ১৭
পাক-পবিত্রতার অধ্যায়
৮. পেশাবরত অবস্থায় সালামের জবাব দেওয়া সম্পর্কে।
১৭. মুহাম্মাদ ইবনুল মুছান্না .... আল-মুহাজির ইবনে কুনফুয (রাযিঃ) হতে বর্ণিত তিনি বলেছেন যে, একদা তিনি নবী (ﷺ)-এর খেদমতে এমতাবস্থায় পৌছলেন যখন তিনি (ﷺ) পেশাবরত ছিলেন। তিনি তাকে সাল্লাম দেন কিন্তু নবী (ﷺ) উযু না করা পর্যন্ত তার সালামের জবাব থেকে বিরত থাকলেন অতঃপর তিনি তার নিকট ওযর পেশ করে বলেনঃ আমি পবিত্র হওয়া বা পবিত্রতা অর্জন করা ব্যতীত আল্লাহ্ তাআলার নাম স্মরণ করা অপছন্দ করি।
كتاب الطهارة
باب أَيَرُدُّ السَّلاَمَ وَهُوَ يَبُولُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ حُضَيْنِ بْنِ الْمُنْذِرِ أَبِي سَاسَانَ، عَنِ الْمُهَاجِرِ بْنِ قُنْفُذٍ، أَنَّهُ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ يَبُولُ فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ حَتَّى تَوَضَّأَ ثُمَّ اعْتَذَرَ إِلَيْهِ فَقَالَ " إِنِّي كَرِهْتُ أَنْ أَذْكُرَ اللَّهَ عَزَّ وَجَلَّ إِلاَّ عَلَى طُهْرٍ " . أَوْ قَالَ " عَلَى طَهَارَةٍ " .
হাদীসের ব্যাখ্যা:
উপরিউক্ত হাদীসের ভিত্তিতে হানাফী মাযহাবে এ মত গ্রহণ করা হয়েছে যে, ইস্তিঞ্জার সময় কথা বলা এবং সালাম বিনিময় করা মাকরূহ। (শামী: ১/৩৪৪, ৩৪৫)
বর্ণনাকারী: