কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১. পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ১২৫
আন্তর্জাতিক নং: ১২৫
পাক-পবিত্রতার অধ্যায়
৫০. নবী (ﷺ) এর উযুর বর্ণনা।
১২৫. মাহমুদ ইবনে খালিদ .... উপরোক্ত হাদীসের অনুরূপ। তবে এতে আছেঃ মুআবিয়া (রাযিঃ) উযুতে প্রতিটি অঙ্গ তিনবার করে ধৌত করেন এবং উভয় পা কয়েকবার ধৌত করেন।
كتاب الطهارة
باب صِفَةِ وُضُوءِ النَّبِيِّ صلى الله عليه وسلم
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، بِهَذَا الإِسْنَادِ قَالَ فَتَوَضَّأَ ثَلاَثًا ثَلاَثًا وَغَسَلَ رِجْلَيْهِ بِغَيْرِ عَدَدٍ .