কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১. পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ২৪৮
আন্তর্জাতিক নং: ২৪৮
পাক-পবিত্রতার অধ্যায়
৯৮. অপবিত্রতার গোসল সম্পর্কে।
২৪৮. নসর ইবনে আলী .... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেনঃ শরীরের প্রতিটি লোমকূপের নীচে অপবিত্রতা রয়েছে। অতএব তোমরা প্রতিটি পশম ধৌত কর* এবং শরীরের চামড়া পরিস্কার কর।
* অপবিত্রতার গোসলের সময় যদি শরীরের একটি পশম পরিমাণও শুকনা থাকে তবে গোসল হবে না। -(অনুবাদক)
* অপবিত্রতার গোসলের সময় যদি শরীরের একটি পশম পরিমাণও শুকনা থাকে তবে গোসল হবে না। -(অনুবাদক)
كتاب الطهارة
باب الْغُسْلِ مِنَ الْجَنَابَةِ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنِي الْحَارِثُ بْنُ وَجِيهٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ دِينَارٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ تَحْتَ كُلِّ شَعْرَةٍ جَنَابَةً فَاغْسِلُوا الشَّعْرَ وَأَنْقُوا الْبَشَرَ " . قَالَ أَبُو دَاوُدَ الْحَارِثُ بْنُ وَجِيهٍ حَدِيثُهُ مُنْكَرٌ وَهُوَ ضَعِيفٌ .
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে বলা হয়েছে প্রত্যেক পশমের নিচে জানাবাত রয়েছে এবং রসূল স. সেটা পরিস্কারেরও নির্দেশ দিয়েছেন। আর নাকের মধ্যেও যেহেতু পশম রয়েছে সুতরাং সেটা ধুয়া জরুরী হবে। আর তার মাধ্যম হল নাকে পানি দেয়া। অতএব, এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, নাকে পানি দেয়া জরুরী। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/১৬৪)