আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ১৪৮৫
আন্তর্জাতিক নং: ১৫৮০
- হজ্জ্বের অধ্যায়
১০০১. কোন দিক দিয়ে মক্কা থেকে বের হবে
১৪৮৫। আব্দুল্লাহ ইবনে আব্দুল ওহহাব (রাহঃ) ......... উরওয়া (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) মক্কা বিজয়ের বছর মক্কার উঁচু ভূমি কাদা দিয়ে (মক্কায়) প্রবেশ করেন। [রাবী হিশাম (রাহঃ) বলেন] উরওয়া (রাহঃ) অধিকাংশ সময় কাদা* এর পথে প্রবেশ করতেন, কেননা তাঁর বাড়ি এ পথের অধিক নিকটবর্তী ছিল।

* ইফায় কুদা আছে, এখানে কাদা না কুদা কোনটি হবে তা নিয়ে মুহাদ্দিসীনদের মাঝে মতভেদ আছে, তবে অধিকাংশের মতে "কাদা" সঠিক---টিকাকার (আর বিস্তারিত পূর্বের হাদীসের আরবী অংশে গিয়েছে)।
كتاب الحج / المناسك
باب مِنْ أَيْنَ يَخْرُجُ مِنْ مَكَّةَ
1580 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، «دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الفَتْحِ مِنْ كَدَاءٍ مِنْ أَعْلَى مَكَّةَ» وَكَانَ عُرْوَةُ: «أَكْثَرَ مَا يَدْخُلُ مِنْ كَدَاءٍ، وَكَانَ أَقْرَبَهُمَا إِلَى مَنْزِلِهِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ১৪৮৫ | মুসলিম বাংলা