কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৮১
আন্তর্জাতিক নং: ৬৮১
নামাযের অধ্যায়
১০৫. কাতারের সামনে ইমামের দাঁড়ানোর স্থান।
৬৮১. জাফর ইবনে মুসাফির ..... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ ইমামকে কাতারের সামনে মধ্যবর্তী স্থানে দাঁড় করাও এবং কাঁতারের মধ্যেকার ফাঁক বন্ধ কর।
كتاب الصلاة
باب مُقَامِ الإِمَامِ مِنَ الصَّفِّ
حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ يَحْيَى بْنِ بَشِيرِ بْنِ خَلاَّدٍ، عَنْ أُمِّهِ، أَنَّهَا دَخَلَتْ عَلَى مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ فَسَمِعَتْهُ يَقُولُ حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَسِّطُوا الإِمَامَ وَسُدُّوا الْخَلَلَ " .

হাদীসের ব্যাখ্যা:

ইমামের উভয় প্রান্তে মুসল্লীর পরিমাণ সমান হওয়া উত্তম। এ নিয়ম অনুসরণ করলে ইমামের আওয়াজ মুক্তাদীগণ সমানভাবে শুনতে পারবে। কাতার সোজা হওয়াসহ অন্যান্য বিষয়ও ইমাম সমানভাবে দেখতে পারবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান