কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৯৬
আন্তর্জাতিক নং: ৬৯৬
নামাযের অধ্যায়
১১৩. সুতরার নিকটবর্তী হয়ে দাঁড়ানো।
৬৯৬. আল্-কানবী ও আন-নুফায়লী ..... সাহল (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ)-এর দাঁড়ানোর স্থান ও কিবলার দেওয়ালের মাঝখানে একাটি বকরী অতিক্রম করার মত ফাঁক থাকত।
كتاب الصلاة
باب الدُّنُوِّ مِنَ السُّتْرَةِ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، وَالنُّفَيْلِيُّ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ سَهْلٍ، قَالَ وَكَانَ بَيْنَ مُقَامِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَبَيْنَ الْقِبْلَةِ مَمَرُّ عَنْزٍ . قَالَ أَبُو دَاوُدَ الْخَبَرُ لِلنُّفَيْلِيِّ .
বর্ণনাকারী: