কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৬৩
আন্তর্জাতিক নং: ১৩৬৩
নামাযের অধ্যায়
৩২১. রাতের (তাহাজ্জুদ) নামায সম্পর্কে।
১৩৬৩. মুআম্মাল ইবনে হিশাম (রাহঃ) ..... আসওয়াদ ইবনে ইয়াযীদ (রাহঃ) হতে বর্ণিত। তিনি আয়িশা (রাযিঃ) এর খিদমতে উপস্থিত হয়ে তাঁকে রাসূলুল্লাহ (ﷺ)-এর রাত্রিকালীন নামায পাঠ সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, তিনি রাত্রিতে তের রাকআত নামায আদায় করতেন। অতঃপর শেষ বয়সে তিনি দুই রাকআত কম করে মোট এগার রাকআত আদায় করতেন এবং তাঁর ইন্তিকালের পূর্বে তিনি নয় রাকআত নামায আদায় করতেন এবং তাঁর রাত্রির শেষ নামায ছিল বিতরের নামায।
كتاب الصلاة
باب فِي صَلاَةِ اللَّيْلِ
حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ مَنْصُورِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، : أَنَّهُ دَخَلَ عَلَى عَائِشَةَ فَسَأَلَهَا عَنْ صَلاَةِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِاللَّيْلِ . فَقَالَتْ : كَانَ يُصَلِّي ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً مِنَ اللَّيْلِ، ثُمَّ إِنَّهُ صَلَّى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، وَتَرَكَ رَكْعَتَيْنِ ثُمَّ قُبِضَ صلى الله عليه وسلم حِينَ قُبِضَ وَهُوَ يُصَلِّي مِنَ اللَّيْلِ تِسْعَ رَكَعَاتٍ، وَكَانَ آخِرُ صَلاَتِهِ مِنَ اللَّيْلِ الْوِتْرَ .