কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৭২
আন্তর্জাতিক নং: ১৪৭২
নামাযের অধ্যায়
৩৬১. কুরআন মাজিদের কিরা’আতের মধ্যে ’তারতিল’ সম্পর্কে।
১৪৭২. মুহাম্মাদ ইবনে সুলাইমানের সূত্রে বর্ণিত। ওকী (রাহঃ) বলেন, ইবনে উয়াইনা (রাহঃ) সুমধুর স্বরে কুরআন তিলাওয়াত করতেন।
كتاب الصلاة
باب اسْتِحْبَابِ التَّرْتِيلِ فِي الْقِرَاءَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الأَنْبَارِيُّ، قَالَ قَالَ وَكِيعٌ وَابْنُ عُيَيْنَةَ يَعْنِي يَسْتَغْنِي بِهِ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: