কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫১১
আন্তর্জাতিক নং: ১৫১১
নামাযের অধ্যায়
৩৬৬. নামাযের সালাম শেষে কি দুআ পড়বে?
১৫১১. মুসাদ্দাদ (রাহঃ) ...... আমর ইবনে মুররা (রাহঃ) উপরোক্ত হাদীসের সনদ ও অর্থে বর্ণনা করেছেন। তবে তিনি “ওয়া য়াসসিরিল হুদায়া” এর স্থলে “ওয়াসসির হুদা” উল্লেখ করেছেন।
كتاب الصلاة
باب مَا يَقُولُ الرَّجُلُ إِذَا سَلَّمَ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ سَمِعْتُ عَمْرَو بْنَ مُرَّةَ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ قَالَ " وَيَسِّرِ الْهُدَى إِلَىَّ " . وَلَمْ يَقُلْ " هُدَاىَ " .
tahqiqতাহকীক:তাহকীক চলমান