আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২. কুরআন-সুন্নাহর অনুসরণ

হাদীস নং: ৭২
কুরআন-সুন্নাহর অনুসরণ
কুরআন সুন্নাহর অনুসরণের প্রতি অনুপ্রেরণা
৭২. হযরত উরওয়া ইব্‌ন আবদুল্লাহ ইব্ন কুশায়র (র) থেকে বর্ণিত। আমাকে মু'আবিয়া ইব্‌ন কুররা তাঁর পিতার সূত্রে হাদীস বর্ণনা করেন। তিনি বলেছেনঃ আমি মুযায়না গোত্রের একটি প্রতিনিধি দলের সাথে রাসূলুল্লাহ্ (সা) এর নিকট এলাম এবং আমরা তাঁর কাছে বায়আত হলাম। তাঁর জামার আস্তিন ছিল সংকীর্ণ। আমি তাঁর জামার এক পার্শ্বদেশে হাত ঢুকিয়ে দিলাম এবং আমি মোহরে নবুওত স্পর্শ করলাম। উরওয়া বলেন, আমি মু'আবিয়া ও তাঁর ছেলেকে শীত-গ্রীষ্মসহ সকল মওসুমেই জামার আস্তিন সংকীর্ণ পরতে দেখেছি।
(ইমাম ইব্ন মাজাহ ও ইব্ন হিব্বানের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। শব্দমালা ইবনে হিব্বানের। ইব্নে মাজায় উভয় আস্তিনের কথা উল্লেখ আছে।)
كتاب السنة
التَّرْغِيب فِي اتِّبَاع الْكتاب وَالسّنة
72 - وَعَن عُرْوَة بن عبد الله بن قُشَيْر قَالَ حَدثنِي مُعَاوِيَة بن قُرَّة عَن أَبِيه قَالَ أتيت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي رَهْط من مزينة فَبَايَعْنَاهُ وَإنَّهُ لمُطلق الأزرار فأدخلت يَدي فِي جنب قَمِيصه فمسست الْخَاتم
قَالَ عُرْوَة فَمَا رَأَيْت مُعَاوِيَة وَلَا ابْنه قطّ فِي شتاء وَلَا صيف إِلَّا مطلقي الأزرار
رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ وَقَالَ ابْن مَاجَه إِلَّا مُطلقَة أزرارهما
tahqiqতাহকীক:তাহকীক চলমান