আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২. কুরআন-সুন্নাহর অনুসরণ

হাদীস নং: ৭৪
কুরআন-সুন্নাহর অনুসরণ
কুরআন সুন্নাহর অনুসরণের প্রতি অনুপ্রেরণা
৭৪. হযরত মুজাহিদ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা ইব্ন উমর (রা) এর সাথে সফরে ছিলাম। তিনি এক স্থান অতিক্রমকালে বসে পড়লেন, তাঁকে জিজ্ঞেস করা হল, আপনি এরূপ করলেন কেন? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে এরূপ করতে দেখেছি, তাই আমিও এরূপ করলাম।
(ইমাম আহমদ ও বাযযার উত্তম সনদে হাদীসখানা বর্ণনা করেন।)
كتاب السنة
التَّرْغِيب فِي اتِّبَاع الْكتاب وَالسّنة
74 - وَعَن مُجَاهِد قَالَ كُنَّا مَعَ ابْن عمر رَحمَه الله فِي سفر فَمر بمَكَان فحاد عَنهُ فَسئلَ لم فعلت ذَلِك قَالَ رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فعل هَذَا فَفعلت
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান