আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২. কুরআন-সুন্নাহর অনুসরণ
হাদীস নং: ৭৬
কুরআন-সুন্নাহর অনুসরণ
কুরআন সুন্নাহর অনুসরণের প্রতি অনুপ্রেরণা
৭৬. হযরত ইব্ন সীরীন (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি (একবার) হযরত ইব্ন উমর (আল্লাহ্ তাঁর প্রতি রহমত বর্ষন করুন) -এর সাথে আরাফায় অবস্থান করছিলাম। তিনি যখন যুহরের অপেক্ষায় ছিলেন তখন আমিও তাঁর সাথে ছিলাম, অতঃপর যখন ইমাম আসলেন (এবং সালাত আদায় করলেন) তখন তিনি তাঁর সাথে যুহর ও আসরের সালাত আদায় করলেন। তিনি অবস্থান করলেন এবং আমিও আমার সঙ্গীদের নিয়ে অবস্থান করলাম। এমনকি ইমাম যখন (আরাফা হতে) রওয়ানা হলেন, তখন আমরাও তাঁর সাথে রওয়ানা করলাম। যখন তিনি মায়ামীন নামক স্থানের কাছে মাদীক নামক স্থানে পৌঁছলেন তখন তিনি তাঁর উট বাঁধলেন এবং আমরাও আমাদের উট বেঁধে নিলাম। আমরা ধারণা করলাম তিনি সালাত আদায় করার ইচ্ছা করেছেন। অতঃপর তাঁর উটের রাখাল বলল, তিনি (প্রকৃতপক্ষে) সালাতের ইচ্ছা করেননি, বরং তিনি স্মরণ করলেন যে, নিশ্চয়ই নবী (সা) যখন এই স্থানে পৌঁছতেন, তখন তিনি হাজত সেরে নিতেন। কাজেই তিনি এই স্থানেই হাজত সেরে নেয়া পসন্দ করতেন।
(আহমদ হাদীসটি বর্ণনা করেছেন, এ হাদীসের রাবীগণ মুহাদ্দিসগণের নিকট দলীল হিসেবে গ্রহণযোগ্য।)
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] রাসূলুল্লাহ্ (সা)-এর অনুসরণ ও অনুকরণের ক্ষেত্রে এরূপ অসংখ্য হাদীস সাহাবায়ে কিরাম থেকে বর্ণিত আছে ।
(আহমদ হাদীসটি বর্ণনা করেছেন, এ হাদীসের রাবীগণ মুহাদ্দিসগণের নিকট দলীল হিসেবে গ্রহণযোগ্য।)
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] রাসূলুল্লাহ্ (সা)-এর অনুসরণ ও অনুকরণের ক্ষেত্রে এরূপ অসংখ্য হাদীস সাহাবায়ে কিরাম থেকে বর্ণিত আছে ।
كتاب السنة
التَّرْغِيب فِي اتِّبَاع الْكتاب وَالسّنة
76 - وَعَن ابْن سِيرِين قَالَ كنت مَعَ ابْن عمر رَحمَه الله بِعَرَفَات فَلَمَّا كَانَ حِين رَاح رحت مَعَه حَتَّى أَتَى الإِمَام فصلى مَعَه الأولى وَالْعصر ثمَّ وقف وَأَنا وَأَصْحَاب لي حَتَّى أَفَاضَ الامام فأفضنا مَعَه حَتَّى انْتهى إِلَى الْمضيق دون المأزمين فَأَنَاخَ وأنخنا وَنحن نحسب أَنه يُرِيد أَن يُصَلِّي فَقَالَ غُلَامه الَّذِي يمسك رَاحِلَته إِنَّه لَيْسَ يُرِيد الصَّلَاة وَلكنه ذكر أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لما انْتهى إِلَى هَذَا الْمَكَان قضى حَاجته فَهُوَ يحب أَن يقْضِي حَاجته
رَوَاهُ أَحْمد وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح
قَالَ الْحَافِظ رَحمَه الله والْآثَار عَن الصَّحَابَة رَضِي الله عَنْهُم فِي اتباعهم لَهُ واقتفائهم سنته كَثِيرَة جدا
وَالله الْمُوفق لَا رب غَيره
رَوَاهُ أَحْمد وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح
قَالَ الْحَافِظ رَحمَه الله والْآثَار عَن الصَّحَابَة رَضِي الله عَنْهُم فِي اتباعهم لَهُ واقتفائهم سنته كَثِيرَة جدا
وَالله الْمُوفق لَا رب غَيره
বর্ণনাকারী: