আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২. কুরআন-সুন্নাহর অনুসরণ

হাদীস নং: ৮৪
কুরআন-সুন্নাহর অনুসরণ
সুন্নত বর্জন, বিদআত অবলম্বন এবং প্রবৃত্তি পূজার প্রতি ভীতি প্রদর্শন
৮৪. তাবারানী সূত্রে বর্ণিত, নবী করীম (সা) বলেছেনঃ কোন উম্মত যখন তাদের নবীর ইনতিকালের পরে দ্বীনের মধ্যে বিদআত সৃষ্টি করে, তখন তারা অনুরূপ একটি সুন্নাতের সর্বনাশ সাধন করে।
كتاب السنة
التَّرْهِيب من ترك السّنة وارتكاب الْبدع والأهواء
84 - وروى عَنهُ الطَّبَرَانِيّ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من أمة ابتدعت بعد نبيها فِي دينهَا إِلَّا أضاعت مثلهَا من السّنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৮৪ | মুসলিম বাংলা