আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১০১
অধ্যায়ঃ ইলেম
বিদ্যান্বেষণ, শিক্ষা গ্রহণ ও শিক্ষাদানের প্রতি উৎসাহ দান এবং আলিম ও তালিবে ইলমের ফযীলত প্রসংগ
১০১. হযরত মু'আবিয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: আল্লাহ্ যার মঙ্গল চান তাকে দীনের ব্যুৎপত্তি দান করেন।
(ইমাম বুখারী, মুসলিম ও ইব্ন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন।
আবূ ই'য়ালা সূত্রে আরো বর্ণিত আছে, "যাকে দ্বীনের ব্যুৎপত্তি প্রদানকরা হয়নি, তার (ইবাদতের) গুরুত্ব নেই।" তাবারানীর 'কাবীর' গ্রন্থে বর্ণিত হয়েছেঃ "আমি রাসূলুল্লাহ্-(সা) কে বলতে শুনেছি। হে লোকেরা! ইলম লাভ হয় শিক্ষার দ্বারা আর ফিক্‌হ ব্যুৎপত্তির দ্বারা। কাজেই আল্লাহ্ যার কল্যাণ চান, তাকে দ্বীনের ব্যুৎপত্তি
দান করেন। আর আল্লাহর বান্দাদের মধ্যে আলিমগণই তাঁকে সর্বাধিক ভয় করে। তার সনদে এমন একজন। রাবী রয়েছেন, যার নাম তিনি উল্লেখ করেন নি।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي الْعلم وَطَلَبه وتعلمه وتعليمه وَمَا جَاءَ فِي فضل الْعلمَاء والمتعلمين
101 - عَن مُعَاوِيَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من يرد الله بِهِ خيرا يفقهه فِي الدّين رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَابْن مَاجَه وَرَوَاهُ أَبُو يعلى وَزَاد فِيهِ وَمن لم يفقهه لم يبال بِهِ
وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَلَفظه سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول يَا أَيهَا النَّاس إِنَّمَا الْعلم بالتعلم وَالْفِقْه بالتفقه وَمن يرد الله بِهِ خيرا يفقهه فِي الدّين و {إِنَّمَا يخْشَى الله من عباده الْعلمَاء} فاطر 82
وَفِي إِسْنَاده راو لم يسم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: