আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১১৯
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১১৯. হযরত আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা) থেকে বর্ণিত, নবী (সা) বলেছেনঃ যে ব্যক্তি মানুষকে শিক্ষা দেয়ার উদ্দেশ্যে মাসআলা বিষয়ক একটি অনুচ্ছেদ শিক্ষা করে, তাকে সত্তরজন সিদ্দীকের সওয়াব দেয়া হবে।
(আবূ মনসূর দায়লামী তাঁর 'মুসনাদে ফিরদাউসে' হাদীসটি রিওয়ায়াত করেছেন। হাদীসটি মুনকার।)
كتاب الْعلم
فصل
119 - وَرُوِيَ عَن عبد الله بن مَسْعُود عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من تعلم بَابا من الْعلم ليعلم النَّاس أعطي ثَوَاب سبعين صديقا
رَوَاهُ أَبُو مَنْصُور الديلمي فِي مُسْند الفردوس وَفِيه نَكَارَة