আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১২১
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১২১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন, একজন মুসলিমের জন্য সর্বোত্তম সাদকা হল ইলমে দীন শিক্ষা করা, অতঃপর অন্য মুসলিম ভাইকে তা শিক্ষা দেওয়া।
(ইমাম ইব্ন মাজাহ হাসান সনদে এ হাদীসটিও হাসান সূত্রে হযরত আবু হুরায়রা (রা) থেকে রিওয়ায়াত করেছেন।)
كتاب الْعلم
فصل
121 - وَعنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أفضل الصَّدَقَة أَن يتَعَلَّم الْمَرْء الْمُسلم علما ثمَّ يُعلمهُ أَخَاهُ الْمُسلم
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن من طَرِيق الْحسن أَيْضا عَن أبي هُرَيْرَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান