আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৪০
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১৪০. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: ইলম দুই প্রকারঃ (১) অন্তরের ইলম- এটাই উপাদেয় ইলম ; (২) আর এক প্রকার হল, যবানের তথা রসনার ইলম-এটাই হল আদম সন্তানের বিরুদ্ধে আল্লাহর দলীল।
(হাফিয আবু বকর খতীব (র) তাঁর 'তারীখ' নামক গ্রন্থে হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন এবং ইব্ন আবদুল বার নামিরী হাসান (র) সূত্রে ইলম অধ্যায়ে বিশুদ্ধ সনদে মুরসালরূপে বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
فصل
140 - وَعَن جَابر قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْعلم علمَان علم فِي الْقلب فَذَاك الْعلم النافع وَعلم على اللِّسَان فَذَاك حجَّة الله على ابْن آدم
رَوَاهُ الْحَافِظ أَبُو بكر الْخَطِيب فِي تَارِيخه بِإِسْنَاد حسن وَرَوَاهُ ابْن عبد الْبر النمري فِي كتاب الْعلم عَن الْحسن مُرْسلا بِإِسْنَاد صَحِيح