আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১৪২
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১৪২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: এক ধরনের ইলম গুপ্ত মুক্তার মত। প্রাজ্ঞ আলিমগণ ছাড়া কেউ তা অবগত নয়। অচেতন (গাফিল) ছাড়া তা কেউ অস্বীকার করে না।
(ইমাম আবু মনসুর দায়লামী তাঁর 'মুসনাদে' এবং আবূ আবদুর রহমান সুলামী তাঁর 'আরবাঈন' নামক তাসওউফ গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইমাম আবু মনসুর দায়লামী তাঁর 'মুসনাদে' এবং আবূ আবদুর রহমান সুলামী তাঁর 'আরবাঈন' নামক তাসওউফ গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
فصل
142 - وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن من الْعلم كَهَيئَةِ الْمكنون لَا يُعلمهُ إِلَّا الْعلمَاء بِاللَّه تَعَالَى فَإِذا نطقوا بِهِ لَا يُنكره إِلَّا أهل الْغرَّة بِاللَّه عز وَجل
رَوَاهُ أَبُو مَنْصُور الديلمي فِي الْمسند وَأَبُو عبد الرَّحْمَن السّلمِيّ فِي الْأَرْبَعين الَّتِي لَهُ فِي التصوف
رَوَاهُ أَبُو مَنْصُور الديلمي فِي الْمسند وَأَبُو عبد الرَّحْمَن السّلمِيّ فِي الْأَرْبَعين الَّتِي لَهُ فِي التصوف