আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৪৫
অধ্যায়ঃ ইলেম
যানবাহনে ইলম অর্জনের প্রতি অনুপ্রেরণা
১৪৫. হযরত কাবীসা ইব্‌ন মাখারিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নবী (সা) এর নিকট গেলাম। তিনি বললেন, হে কাবীসা। কিসে তোমাকে নিয়ে আসলো? আমি বললাম, আমার বয়স হয়েছে এবং আমার হাড়গুলো পাতলা হয়ে গেছে, আমি আপনার কাছে এসেছি এ জন্যে যে, আপনি আমাকে এমন বিষয় শিক্ষা দেবেন যার দ্বারা আল্লাহ্ আমাকে ফায়দা দেবেন। তিনি বললেন, হে কাবীসা। যখনই তুমি কোন পাথর, গাছ কিংবা গ্রাম এলাকা অতিক্রম করবে, তখনই তোমার নিজের জন্য ইসতিগফার করে নেবে। হে কাবীসা! যখন তুমি ফজরের সালাত আদায় করবে, তখন তিনবার নিম্নোক্ত দু'আ পড়বে:
سُبْحَانَ الله الْعَظِيم وَبِحَمْدِهِ
অর্থাৎ "মহান আল্লাহ্ পুতঃপবিত্র, তাঁরই জন্য যাবতীয় প্রশংসা।" তা হলে অন্ধত্ব, কুষ্ঠরোগ এবং পক্ষাঘাত
থেকে তুমি মুক্ত থাকবে। হে কাবীসা। তুমি বলবে:
اللَّهُمَّ إِنِّي أَسأَلك مِمَّا عنْدك وأفض عَليّ من فضلك وانشر عَليّ من بركاتك
হে আল্লাহ্! তোমার কাছে যা আছে, তোমার কাছে তা আমি যাঞ্ছা করছি, তুমি আমাকে ফযল-করম দান কর, তোমার রহমতের বারিধারা আমার প্রতি বর্ষণ কর এবং আমার উপর তোমার বরকতসমূহ অবতীর্ণ কর।
(হাদীসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন। তাঁর সনদে একজন রাবীর নাম তিনি উল্লেখ করেননি)
كتاب الْعلم
التَّرْغِيب فِي الرحلة فِي طلب الْعلم
145 - وَعَن قبيصَة بن الْمخَارِق رَضِي الله عَنهُ قَالَ أتيت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا قبيصَة مَا جَاءَ بك قلت كَبرت سني ورق عظمي فأتيتك لتعلمني مَا يَنْفَعنِي الله تَعَالَى بِهِ فَقَالَ يَا قبيصَة مَا مَرَرْت بِحجر وَلَا شجر وَلَا مدر إِلَّا اسْتغْفر لَك يَا قبيصَة إِذا صليت الصُّبْح فَقل ثَلَاثًا سُبْحَانَ الله الْعَظِيم وَبِحَمْدِهِ تعاف من الْعَمى والجذام والفلج يَا قبيصَة قل اللَّهُمَّ إِنِّي أَسأَلك مِمَّا عنْدك وأفض عَليّ من فضلك وانشر عَليّ من بركاتك
رَوَاهُ أَحْمد وَفِي إِسْنَاده راو لم يسم
tahqiqতাহকীক:তাহকীক চলমান