আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৫৮
অধ্যায়ঃ ইলেম
হাদীস শোনা, এর প্রচার-প্রসার ও অনুলিখনের প্রতি উৎসাহ দান এবং রাসূলুল্লাহ (সা) এর উপর মিথ্যা আরোপের প্রতি ভীতি প্রদর্শন।
১৫৮. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি আমার নামের পরে "সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম" লিখবে, তা যতদিন গ্রন্থবন্ধ থাকবে, ফিরিশতাকুল ততদিন তার জন্য ইসতিগফার করতে থাকবে।
(ইমাম তাবারানী প্রমুখ মুহাদ্দিসগণ জাফর ইব্ন মুহাম্মদ থেকে মওকুফ সনদে হাদীসটি বর্ণনা করেছেন। এটাই সমঞ্জস্য।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي سَماع الحَدِيث وتبليغه ونسخه والترهيب من الْكَذِب على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
158 - وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من صلى عَليّ فِي كتاب لم تزل الْمَلَائِكَة تستغفر لَهُ مَا دَامَ اسْمِي فِي ذَلِك الْكتاب
رَوَاهُ الطَّبَرَانِيّ وَغَيره وَرُوِيَ من كَلَام جَعْفَر بن مُحَمَّد مَوْقُوفا عَلَيْهِ وَهُوَ أشبه
tahqiqতাহকীক:তাহকীক চলমান