আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৬২
অধ্যায়ঃ ইলেম
আলিমদের সাহচর্য অবলম্বনের প্রতি অনুপ্রেরণা
১৬২. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমরা যখন জান্নাতের উদ্যানের কাছ দিয়ে যাও, তখন তাতে স্বাচ্ছন্দ্যে বিচরণ করবে। তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ! জান্নাতের উদ্যান কি? তিনি বললেন, ইলমের মজলিসসমূহ।
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি একজন রাবীর নাম উল্লেখ করেননি।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي مجالسة الْعلمَاء
162 - عَن ابْن عَبَّاس قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا مررتم برياض الْجنَّة فارتعوا
قَالُوا يَا رَسُول الله وَمَا رياض الْجنَّة قَالَ مجَالِس الْعلم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِيه راو لم يسم