আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৭৮
অধ্যায়ঃ ইলেম
গায়রুল্লাহর উদ্দেশ্যে ইলম অর্জনের প্রতি ভীতি প্রদর্শন
১৭৮. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জনীয় ইলম পার্থিব উপকরণ লাভের উদ্দেশ্যে অর্জন করে, সে কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণও পাবে না।
(ইমাম আবু দাউদ, ইবন মাজাহ এবং ইবন হিববান তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি রিওয়ায়াত করেছেন। হাকিম হাদীসটি রিওয়ায়াত করে বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তে সহীহ।)
হযরত আবু হুরায়রা সূত্রে পূর্বে রিয়া অধ্যায়ে বর্ণিত হয়েছে যে, এক ব্যক্তি ইলম অর্জন করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে, কুরআন শিক্ষা করেছে এবং তা নিয়ে তাকে আল্লাহ্ দরবারে উপস্থিত করা হবে। তিনি তাকে তাঁর নিয়ামতের কথা বলবেন এবং সে তা স্বীকার করবে। অতঃপর তিনি বলবেন, তুমি কি আমল করেছ? সে বলবে, আমি ইলম অর্জন করেছি এবং তা অপরকে শিক্ষা দিয়েছি এবং কেবল আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরআন তিলাওয়াত করেছি। তিনি (আল্লাহ্ তা'আলা) বলবেন, তুমি মিথ্যা বলছ, বরং তুমি এজন্য ইল্‌ম অর্জন করেছ যেন তোমাকে আলিম বলা হয় এবং এজন্য কুরআন তিলাওয়াত করেছিলে যাতে তোমাকে কারী বলা হয়। আর তা তোমাকে বলা হয়েছে। অতঃপর তাকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপের আদেশ করা হবে এবং সেমতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।.... হাদীসের শেষ পর্যন্ত।
(ইমাম মুসলিম প্রমুখ হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
كتاب الْعلم
التَّرْهِيب من تعلم الْعلم لغير وَجه الله تَعَالَى
178 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من تعلم علما مِمَّا يبتغى بِهِ وَجه الله تَعَالَى لَا يتعلمه إِلَّا ليصيب بِهِ عرضا من الدُّنْيَا لم يجد عرف الْجنَّة يَوْم الْقِيَامَة
يَعْنِي رِيحهَا
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ
صَحِيح على شَرط البُخَارِيّ وَمُسلم وَتقدم حَدِيث أبي هُرَيْرَة فِي أول بَاب الرِّيَاء وَفِيه رجل تعلم الْعلم وَعلمه وَقَرَأَ الْقُرْآن فَأتي بِهِ فَعرفهُ نعمه فعرفها
قَالَ فَمَا عملت فِيهَا قَالَ تعلمت الْعلم وعلمته وقرأت فِيك الْقُرْآن
قَالَ كذبت وَلَكِنَّك تعلمت ليقال عَالم وقرأت الْقُرْآن ليقال هُوَ قارىء فقد قيل ثمَّ أَمر بِهِ فسحب على وَجهه حَتَّى ألقِي فِي النَّار
الحَدِيث رَوَاهُ مُسلم وَغَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭৮ | মুসলিম বাংলা