আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৮৩
অধ্যায়ঃ ইলেম
গায়রুল্লাহর উদ্দেশ্যে ইলম অর্জনের প্রতি ভীতি প্রদর্শন
১৮৩. হযরত ইবন উমর (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি গায়রুল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইলম অর্জন করে অথবা এর দ্বারা আল্লাহ্ ব্যতীত অন্য কারো সন্তুষ্টির কামনা করে, সে যেন তার
অবস্থান জাহান্নামে নির্ধারণ করে নেয়।
(ইমাম তিরমিযী ও ইব্ন মাজাহ (র) প্রমুখ খালিদ ইব্‌ন দারীক সূত্রে ইব্ন উমর (রা) সূত্রে হাদীসটি রিওয়ায়াত করেছেন। খালিদ কিন্তু ইব্ন উমর থেকে রিওয়ায়াত শুনেননি। তবে তাঁদের উভয়ের সনদের রাবীগণ বিশ্বস্ত।)
كتاب الْعلم
التَّرْهِيب من تعلم الْعلم لغير وَجه الله تَعَالَى
183 - وَعَن ابْن عمر عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من تعلم علما لغير الله أَو أَرَادَ بِهِ غير الله
فَليَتَبَوَّأ مَقْعَده من النَّار
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه كِلَاهُمَا عَن خَالِد بن دريك عَن ابْن عمر وَلم يسمع مِنْهُ وَرِجَال إسنادهما ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৮৩ | মুসলিম বাংলা