আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১৮৭
অধ্যায়ঃ ইলেম
গায়রুল্লাহর উদ্দেশ্যে ইলম অর্জনের প্রতি ভীতি প্রদর্শন
১৮৭. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি আখেরী যামানার কতিপয় ফিতনার কথা উল্লেখ করেন। উমর (রা) বললেন, হে আলী! তা সংঘটিত হবে কখন? তিনি বললেন, যখন ধর্মীয় উদ্দেশ্য ছাড়া জনার্জন করা হবে। আমলবিহীন ইলমের চর্চা হবে, আখিরাতের আমলের দ্বারা দুনিয়া কামনা করা হবে।
(ইমাম আবদুর রাযযাক তাঁর গ্রন্থে মওকুফরূপে হাদীসটি বর্ণনা করেন। ইমন আব্বাস (রা)-এর সূত্রে ইতিপূর্বে একটি মারফু হাদীসে বর্ণিত হয়েছে যে, এক ব্যক্তিকে আল্লাহ ইলম দান করলেন অথচ সে আল্লাহর বান্দাদের তা শিক্ষা দেওয়ার ব্যাপারে কৃপণতা করল এবং সে এরদ্বারা লোভ-লালসা চরিতার্থ করলো এবং আল্লাহর কালাম স্বল্পমূল্যে বিক্রি করল, তাকেই কিয়ামতের দিন আগুনের লাগাম পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একজন আহ্বানকারী তখন ডেকে বলবে, এই ব্যক্তিকে আল্লাহ্ ইল্ম দিয়েছিলেন অথচ আল্লাহর বান্দাদের তা শিক্ষা দেওয়ার ব্যাপারে সে কৃপণতা করেছে, তার দ্বারা সে লোভ-লালসা চরিতার্থ করেছে এবং স্বল্পমূল্যে আল্লাহর কালাম বিক্রি করেছে। আর এভাবে হিসাব পর্ব শেষ হবে।)
(ইমাম আবদুর রাযযাক তাঁর গ্রন্থে মওকুফরূপে হাদীসটি বর্ণনা করেন। ইমন আব্বাস (রা)-এর সূত্রে ইতিপূর্বে একটি মারফু হাদীসে বর্ণিত হয়েছে যে, এক ব্যক্তিকে আল্লাহ ইলম দান করলেন অথচ সে আল্লাহর বান্দাদের তা শিক্ষা দেওয়ার ব্যাপারে কৃপণতা করল এবং সে এরদ্বারা লোভ-লালসা চরিতার্থ করলো এবং আল্লাহর কালাম স্বল্পমূল্যে বিক্রি করল, তাকেই কিয়ামতের দিন আগুনের লাগাম পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একজন আহ্বানকারী তখন ডেকে বলবে, এই ব্যক্তিকে আল্লাহ্ ইল্ম দিয়েছিলেন অথচ আল্লাহর বান্দাদের তা শিক্ষা দেওয়ার ব্যাপারে সে কৃপণতা করেছে, তার দ্বারা সে লোভ-লালসা চরিতার্থ করেছে এবং স্বল্পমূল্যে আল্লাহর কালাম বিক্রি করেছে। আর এভাবে হিসাব পর্ব শেষ হবে।)
كتاب الْعلم
التَّرْهِيب من تعلم الْعلم لغير وَجه الله تَعَالَى
187 - وَعَن عَليّ رَضِي الله عَنهُ أَنه ذكر فتنا تكون فِي آخر الزَّمَان فَقَالَ لَهُ عمر مَتى ذَلِك يَا عَليّ قَالَ إِذا تفقه لغير الدّين وَتعلم الْعلم لغير الْعَمَل والتمست الدُّنْيَا بِعَمَل الْآخِرَة
رَوَاهُ عبد الرَّزَّاق أَيْضا فِي كِتَابه مَوْقُوفا وَتقدم حَدِيث ابْن عَبَّاس الْمَرْفُوع وَفِيه وَرجل آتَاهُ الله علما فبخل بِهِ عَن عباد الله وَأخذ عَلَيْهِ طَمَعا وشرى بِهِ ثمنا فَذَلِك يلجم يَوْم الْقِيَامَة بلجام من نَار وينادي مُنَاد هَذَا الَّذِي آتَاهُ الله علما فبخل بِهِ عَن عباد الله وَأخذ عَلَيْهِ طَمَعا وَاشْترى بِهِ ثمنا وَكَذَلِكَ حَتَّى يفرغ الْحساب
رَوَاهُ عبد الرَّزَّاق أَيْضا فِي كِتَابه مَوْقُوفا وَتقدم حَدِيث ابْن عَبَّاس الْمَرْفُوع وَفِيه وَرجل آتَاهُ الله علما فبخل بِهِ عَن عباد الله وَأخذ عَلَيْهِ طَمَعا وشرى بِهِ ثمنا فَذَلِك يلجم يَوْم الْقِيَامَة بلجام من نَار وينادي مُنَاد هَذَا الَّذِي آتَاهُ الله علما فبخل بِهِ عَن عباد الله وَأخذ عَلَيْهِ طَمَعا وَاشْترى بِهِ ثمنا وَكَذَلِكَ حَتَّى يفرغ الْحساب