আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১৯৭
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১৯৭. হযরত আনাস (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: সৎকাজের প্রতি পথনির্দেশকারী আমলকারীর অনুরূপ (পুরস্কার লাভ করবে)। আল্লাহ্ তা'আলা দুঃস্থের ফরিয়াদে সাড়াদানকারীকে ভালবাসেন।
(ইমাম বাযযার যিয়াদ ইব্ন আবদুল্লাহ নুমায়রী থেকে হাদীসটি বর্ণনা করেন। তিনি একজন বিশ্বস্ত রাবী। এ হাদীসের পরিপোষক অনেক হাদীস রয়েছে।)
(ইমাম বাযযার যিয়াদ ইব্ন আবদুল্লাহ নুমায়রী থেকে হাদীসটি বর্ণনা করেন। তিনি একজন বিশ্বস্ত রাবী। এ হাদীসের পরিপোষক অনেক হাদীস রয়েছে।)
كتاب الْعلم
فصل
197 - وَعَن أنس رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الدَّال على الْخَيْر كفاعله وَالله
يحب إغاثة اللهفان
رَوَاهُ الْبَزَّار من رِوَايَة زِيَاد بن عبد الله النميري وَقد وثق وَله شَوَاهِد
يحب إغاثة اللهفان
رَوَاهُ الْبَزَّار من رِوَايَة زِيَاد بن عبد الله النميري وَقد وثق وَله شَوَاهِد