আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ২১০
অধ্যায়ঃ ইলেম
ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২১০. হযরত আনাস ইবন মালিক (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: শাস্তিদাতা ফিরিশতাগণ মূর্তিপূজকদের পূর্বেই আমলবিহীন আলিমের নিকট শাস্তি প্রদানের জন্য যাবেন। আলিমগণ বলবেন, মূর্তিপূজকদের ছেড়ে আমাদের আগে শাস্তি দেয়ার কারণ কি? তখন বলা হবে যে, বিজ্ঞ এবং অজ্ঞ এক নয়। (ইমাম তাবারানী ও আবু নুয়ায়ম হাদীসটি বর্ণনা করেছেন। আবূ নুয়ায়ম বলেন, এ হাদীসটি আবূ তিওয়ালার হাদীসের তুলনায় গরীব। উমরীই কেবল হাদীসটি বর্ণনা করেছেন। উমরী হচ্ছেন আবদুল্লাহ ইবন উমর ইব্‌ন আবদুল আযীয।)
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] এই হাদীসটি গরীব হওয়া সত্ত্বেও তার সমর্থনে কয়েকটি হাদীস বর্ণিত আছে। তন্মধ্যে একটি হল, হযরত আবু হুরায়রা (রা) সূত্রে সহীহ সনদে বর্ণিত। "কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা প্রথম যাকে (শাস্তি দানের জন্য) ডাকবেন, সে হল কুরআনের আলিম। কারণ লোকে যাতে তাকে কারী বলে।" এ হাদীসের শেষাংশে বর্ণিত আছে, "কিয়ামতের দিন সর্বপ্রথম তিন শ্রেণীর লোক দিয়ে জাহান্নাম প্রজ্বলিত করা হবে।" ইতোপূর্বে 'রিয়া' অধ্যায়ে পূর্ণ হাদীসটি এসেছে।
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
210 - وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الزَّبَانِيَة أسْرع إِلَى فسقة الْقُرَّاء مِنْهُم إِلَى عَبدة الْأَوْثَان فَيَقُولُونَ يبْدَأ بِنَا قبل عَبدة الْأَوْثَان فَيُقَال لَهُم لَيْسَ من يعلم كمن لَا يعلم
رَوَاهُ الطَّبَرَانِيّ وَأَبُو نعيم وَقَالَ غَرِيب من حَدِيث أبي طوالة تفرد بِهِ الْعمريّ عَنهُ يَعْنِي عبد الله بن عمر بن عبد الْعَزِيز الزَّاهِد
قَالَ الْحَافِظ رَحمَه الله وَلِهَذَا الحَدِيث مَعَ غرابته شَوَاهِد وَهُوَ حَدِيث أبي هُرَيْرَة الصَّحِيح إِن أول من يَدْعُو الله يَوْم الْقِيَامَة رجل جمع الْقُرْآن ليقال قارىء
وَفِي آخِره أُولَئِكَ الثَّلَاثَة أول خلق الله تسعر بهم النَّار يَوْم الْقِيَامَة
وَتقدم لفظ الحَدِيث بِتَمَامِهِ فِي الرِّيَاء
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১০ | মুসলিম বাংলা