আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ২১৫
অধ্যায়ঃ ইলেম
ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২১৫. হযরত মালিক ইব্‌ন দীনার (র) সূত্রে হাসান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেনঃ যে কেউ খুতবা দেবে, আল্লাহ্ (কিয়ামতের দিন) তাকে সে বিষয়ে প্রশ্ন করবেন। আমার মনে পড়ে তিনি বলেছেনঃ مَا أَرَادَ بهَا এর দ্বারা তার উদ্দেশ্য কি ছিল? জাফর (র) বলেন, মালিক ইব্‌ন দীনার (র) যখন এই হাদীসটি বর্ণনা করতেন তখন তিনি এত কাদতেন যে তাঁর শ্বাসরুদ্ধ হয়ে আসতো। অতঃপর তিনি বলতেন, তোমরা মনে করতে পারবে, তোমাদের নিকট কথা বলে শান্তি লাভ করছি। আমি এ বিষয়ে অধিক জ্ঞাত যে, কিয়ামতের দিন আল্লাহ্ আমাকে এ বিষয়ে প্রশ্ন করবেন যে তোমার উদ্দেশ্য কি ছিল হে?
(ইমাম ইব্‌ন আবিদ-দুনিয়া ও বায়হাকী উত্তম সনদে মুরসালরূপে হাদীসটি বর্ণনা করেন)
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
215 - وَعَن مَالك بن دِينَار عَن الْحسن قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من عبد يخْطب خطْبَة إِلَّا الله عز وَجل سائله عَنْهَا
أَظُنهُ قَالَ مَا أَرَادَ بهَا
قَالَ جَعْفَر كَانَ مَالك بن دِينَار إِذا حدث بِهَذَا الحَدِيث بَكَى حَتَّى يَنْقَطِع ثمَّ يَقُول تحسبون أَن عَيْني تقر بكلامي عَلَيْكُم وَأَنا أعلم أَن الله عز وَجل سائلي عَنهُ يَوْم الْقِيَامَة مَا أردْت بِهِ
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالْبَيْهَقِيّ مُرْسلا بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১৫ | মুসলিম বাংলা