আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ২২০
অধ্যায়ঃ ইলেম
ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২২০. নবী-এর সাহাবী হযরত জুনদুব ইব্‌ন আবদুল্লাহ আল-আযদী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেনঃ যে ব্যক্তি কল্যাণের জন্য শিক্ষা দেয় অথচ নিজকে ভুলে যায়, তার দৃষ্টান্ত ঐ প্রদীপের ন্যায় যা লোকদের আলো দেয় অথচ নিজকে পুড়িয়ে ছারখার করে দেয়।..... হাদীসের শেষ পর্যন্ত।
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে আল্লাহ চাহেত হাসান সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
220 - وَعَن جُنْدُب بن عبد الله الْأَزْدِيّ رَضِي الله عَنهُ صَاحب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مثل الَّذِي يعلم النَّاس الْخَيْر وينسى نَفسه كَمثل السراج يضيء للنَّاس وَيحرق نَفسه
الحَدِيث رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَإِسْنَاده حسن إِن شَاءَ الله تَعَالَى
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২২০ | মুসলিম বাংলা