আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ২২৩
অধ্যায়ঃ ইলেম
ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২২৩. হযরত আম্মার ইবন ইয়াসার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) আমাকে কায়স গোত্রের একটি মহল্লায় প্রেরণ করেন যেন আমি তাদের ইসলামী বিধি-বিধানসমূহ শিক্ষা দেই। (আমি সেখানে গিয়ে দেখলাম), তারা যেন বন্য উট, তারা অত্যন্ত লোভী। বকরী ও উট ব্যতীত তাদের অন্য কোন চিন্তা নেই। আমি সেখান থেকে রাসূলুল্লাহ (সা) এর নিকট ফিরে এলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, হে আম্মার, তুমি কি করেছ? আমি তাঁর নিকট ঐ সম্প্রদায়ের অবস্থা ও ত্রুটির কথা বিধৃত করলাম। তখন তিনি বললেন, আম্মার! আমি কি তোমাকে তাদের চেয়েও বিস্ময়কর লোকদের সম্পর্কে অবহিত করবো না? তারা হচ্ছে ঐ সব লোক, যারা জানে অথচ মানে না। তাদের ত্রুটি এ সম্প্রদায়ের ত্রুটির মতই।
(ইমাম বাযযার ও তাবারানী তাঁর 'কবীর' গ্রন্থে হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
(ইমাম বাযযার ও তাবারানী তাঁর 'কবীর' গ্রন্থে হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
223 - وَرُوِيَ عَن عمار بن يَاسر رَضِي الله عَنهُ قَالَ بَعَثَنِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِلَى حَيّ من قيس أعلمهم شرائع الْإِسْلَام فَإِذا قوم كَأَنَّهُمْ الْإِبِل الوحشية طامحة أَبْصَارهم لَيْسَ لَهُم هم إِلَّا شَاة أَو بعير فَانْصَرَفت إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا عمار مَا عملت فقصصت عَلَيْهِ قصَّة الْقَوْم وأخبرته بِمَا فيهم من السهوة فَقَالَ يَا عمار أَلا أخْبرك بِأَعْجَب مِنْهُم قوم علمُوا مَا جهل أُولَئِكَ ثمَّ سَهوا كسهوهم
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير
বর্ণনাকারী: