আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ২২৫
অধ্যায়ঃ ইলেম
ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২২৫. হযরত ইমরান ইবন হুসাইন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: আমার পরে তোমাদের সম্পর্কে আমার অধিক ভয় হল ঐ সকল মুনাফিকের ব্যাপারে, যারা কেবল ভাষায় পণ্ডিত।
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে এবং বাযযার হাদীসটি রিওয়ায়াত করেছেন। এর রাবীগণ সহীহ হিসেবে দলীলরূপে গণ্য। অত্র হাদীসটি আহমদ ইবন হাম্বল (র) উমর ইবনুল খাত্তাব (রা) সূত্রে বর্ণনা করেছেন।)
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে এবং বাযযার হাদীসটি রিওয়ায়াত করেছেন। এর রাবীগণ সহীহ হিসেবে দলীলরূপে গণ্য। অত্র হাদীসটি আহমদ ইবন হাম্বল (র) উমর ইবনুল খাত্তাব (রা) সূত্রে বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
225 - وَعَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أخوف مَا أَخَاف عَلَيْكُم بعدِي كل مُنَافِق عليم اللِّسَان
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْبَزَّار وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح وَرَوَاهُ أَحْمد من حَدِيث عمر بن الْخطاب
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْبَزَّار وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح وَرَوَاهُ أَحْمد من حَدِيث عمر بن الْخطاب