আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ২২৮
অধ্যায়ঃ ইলেম
ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২২৮. হযরত মনসূর ইব্ন যাযান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে এই মর্মে অবহিত করা হয় যে, কতিপয় জাহান্নামীকে কতিপয় জাহান্নামীর দুর্গন্ধ কষ্ট দেবে। অতঃপর তাকে বলা হবে, তোমার ধ্বংস হোক। আমরা যে দুরবস্থায় রয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট ছিল। তুমি কি এমন কাজ করেছ যে, আমরা তোমার কারণে এবং তোমার দুর্গন্ধে বাড়তি বিপদে পড়েছি? সে বলবে, আমি একজন আলিম ছিলাম? কিন্তু আমি নিজ ইলম দ্বারা উপকৃত হইনি।
(ইমাম আহমদ ও বায়হাকী হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
(ইমাম আহমদ ও বায়হাকী হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
228 - وَعَن مَنْصُور بن زَاذَان قَالَ نبئت أَن بعض من يلقى فِي النَّار تتأذى أهل النَّار بريحه فَيُقَال لَهُ وَيلك مَا كنت تعْمل مَا يكفينا مَا نَحن فِيهِ من الشَّرّ حَتَّى ابتلينا بك وبنتن رِيحك فَيَقُول كنت عَالما فَلم أنتفع بعلمي
رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ
رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ