আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ২৩৯
অধ্যায়ঃ ইলেম
কলহ্ ও অনর্থক বাদানুবাদ, পারস্পরিক অনর্থক যুক্তি প্রদান, ক্ষুব্ধ হওয়া এবং বিজয়ী হওয়ার প্রবণতার প্রতি ভীতি প্রদর্শন এবং সত্য প্রতিষ্ঠা ও মিথ্যা তিরোহিত করার প্রতি অনুপ্রেরণা
২৩৯. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেছেন: অহরহ ঝগড়াটে হওয়াটাই গুনাহগার সাব্যস্ত হওয়ার জন্যে যথেষ্ট।
(ইমাম তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেন, হাদীসটি গরীব।)
(ইমাম তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেন, হাদীসটি গরীব।)
كتاب الْعلم
التَّرْهِيب من المراء والجدال والمخاصمة والمحاججة والقهر وَالْغَلَبَة وَالتَّرْغِيب فِي تَركه للمحق والمبطل
239 - وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ كفى بك إِثْمًا أَن لَا تزَال مخاصما
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب