আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৪৬১
অধ্যায়ঃ নামাজ
অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৬১. ইবন হিব্বান (র) তার সহীহ গ্রন্থে নিজ শব্দযোগে বর্ণনা করেন যে, নবী (সা) বলেছেন: তোমাদের কেউ যখন তার ঘর থেকে আমার মসজিদের দিকে বের হয়, তার প্রতি পদক্ষেপের জন্য একটি করে নেকী লেখা হয় এবং অন্য পদক্ষেপের জন্য একটি গুনাহ মিটিয়ে দেয়া হয়, যতক্ষণ সে প্রত্যাবর্তন না করে।
(নাসাঈ ও হাকিম ইবন হিব্বান-এর অনুরূপ বর্ণনা করেন, তবে তাঁদের দুইজনের বর্ণনায় "প্রত্যাবর্তন না করা পর্যন্ত" কথাটি উল্লেখ নেই। হাকিম বলেন, হাদীসখানা মুসলিমের শর্তানুযায়ী সহীহ। পূর্বের অনুচ্ছেদে হযরত আবু হুরায়রা (রা) থেকে একটি বর্ণনা রয়েছে, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমাদের কেউ যখন তার বাড়িতে উযূ করে তারপর মসজিদে আসে, সে প্রত্যাবর্তন না করা পর্যন্ত সালাতের মধ্যেই থাকে।)
(নাসাঈ ও হাকিম ইবন হিব্বান-এর অনুরূপ বর্ণনা করেন, তবে তাঁদের দুইজনের বর্ণনায় "প্রত্যাবর্তন না করা পর্যন্ত" কথাটি উল্লেখ নেই। হাকিম বলেন, হাদীসখানা মুসলিমের শর্তানুযায়ী সহীহ। পূর্বের অনুচ্ছেদে হযরত আবু হুরায়রা (রা) থেকে একটি বর্ণনা রয়েছে, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমাদের কেউ যখন তার বাড়িতে উযূ করে তারপর মসজিদে আসে, সে প্রত্যাবর্তন না করা পর্যন্ত সালাতের মধ্যেই থাকে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
461 - وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَلَفظه أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من حِين يخرج أحدكُم من منزله إِلَى مَسْجِدي فَرجل تكْتب لَهُ حَسَنَة وَرجل تحط عَنهُ سَيِّئَة حَتَّى يرجع وَرَوَاهُ النَّسَائِيّ وَالْحَاكِم بِنَحْوِ ابْن حبَان وَلَيْسَ عِنْدهمَا حَتَّى يرجع وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرط مُسلم وَتقدم فِي الْبَاب قبله حَدِيث أبي هُرَيْرَة قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا تَوَضَّأ أحدكُم فِي بَيته ثمَّ أَتَى الْمَسْجِد كَانَ فِي صَلَاة حَتَّى يرجع
الحَدِيث
الحَدِيث
বর্ণনাকারী: