আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৪৮৪
অধ্যায়ঃ নামাজ
অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৮৪. হযরত আবূদ-দারদা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি রাতের অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে যায়, সে জ্যোতির্ময় অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাত করবে।
('কাবীর' গ্রন্থে ইমাম তাবারানী হাসান সনদে এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে অত্র হাদীসখানা বর্ণনা করেছেন। তবে তাঁর বর্ণিত শব্দমালা হচ্ছেঃ যে ব্যক্তি রাতের অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে যায়। কিয়ামতের দিন আল্লাহ তাকে নূর দান করবেন।)
('কাবীর' গ্রন্থে ইমাম তাবারানী হাসান সনদে এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে অত্র হাদীসখানা বর্ণনা করেছেন। তবে তাঁর বর্ণিত শব্দমালা হচ্ছেঃ যে ব্যক্তি রাতের অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে যায়। কিয়ামতের দিন আল্লাহ তাকে নূর দান করবেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
484 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من مَشى فِي ظلمَة اللَّيْل
إِلَى الْمَسْجِد لَقِي الله عز وَجل بِنور يَوْم الْقِيَامَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن وَابْن حبَان فِي صَحِيحه
وَلَفظه قَالَ من مَشى فِي ظلمَة اللَّيْل إِلَى الْمَسَاجِد آتَاهُ الله نورا يَوْم الْقِيَامَة
إِلَى الْمَسْجِد لَقِي الله عز وَجل بِنور يَوْم الْقِيَامَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن وَابْن حبَان فِي صَحِيحه
وَلَفظه قَالَ من مَشى فِي ظلمَة اللَّيْل إِلَى الْمَسَاجِد آتَاهُ الله نورا يَوْم الْقِيَامَة
বর্ণনাকারী: