আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪৮৬
অধ্যায়ঃ নামাজ
অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৮৬. হযরত সাহল ইবন সা'দ সাঈদী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: অন্ধকারে যারা পায়ে হেঁটে মসজিদে যায়, কিয়ামতের দিন তারা পূর্ণাংগ নূর লাভ করে আনন্দিত হবে।
(ইবন মাজাহ ও ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে নিজ শব্দে অত্র হাদীস বর্ণনা করেছেন এবং হাকিমও। তবে তিনি বলেন: হাদীসখানা বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
[হাফিয আবদুল আযীম (র) বলেনঃ] অত্র হাদীসখানা হযরত ইবন আব্বাস, ইবন উমর, আবু সাঈদ খুদরী, যায়দ ইবন হারিসা এবং আয়েশা (রা) প্রমুখ থেকে বর্ণিত হয়েছে।
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
486 - وَعَن سهل بن سعد السَّاعِدِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ليبشر المشاؤون فِي الظُّلم إِلَى الْمَسَاجِد بِالنورِ التَّام يَوْم الْقِيَامَة
رَوَاهُ ابْن مَاجَه وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط الشَّيْخَيْنِ كَذَا قَالَ
قَالَ الْحَافِظ وَقد رُوِيَ هَذَا الحَدِيث عَن ابْن عَبَّاس وَابْن عمر وَأبي سعيد الْخُدْرِيّ وَزيد بن حَارِثَة وَعَائِشَة وَغَيرهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান