আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪৯১
অধ্যায়ঃ নামাজ
অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৯১. হযরত আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি তার ঘর থেকে সালাতের উদ্দেশ্যে বের হয়ে এই দু'আ পড়বেঃ
اللَّهُمَّ إِنِّي أَسأَلك بِحَق السَّائِلين عَلَيْك وبحق ممشاي هَذَا فَإِنِّي لم أخرج أشرا وَلَا بطرا وَلَا رِيَاء وَلَا سمعة وَخرجت اتقاء سخطك وابتغاء مرضاتك فأسألك أَن تعيذني من النَّار وَأَن تغْفر لي ذُنُوبِي إِنَّه لَا يغْفر الذُّنُوب إِلَّا أَنْت
"হে আল্লাহ! যাচনাকারীর হক হিসেবে আমি আপনার কাছে যাচনা করি, এই পথে আগমনকারী হিসেবে প্রার্থনা করি, যেহেতু নিশ্চয়ই আমি অনিষ্ট, অহমিকা, রিয়া, সুমআ-এর উদ্দেশ্যে বের হইনি। আমি বের হয়েছি আপনার রোষানল থেকে মুক্তি পাবার এবং আপনার সন্তুষ্টি লাভের আশায়। আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাচ্ছি, আপনি আমার পাপরাশি ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি ব্যতীত আর কেউ ক্ষমাকারী নেই। আল্লাহ তা'আলা তার প্রতি রহমতের নযরে তাকাবেন এবং সত্তর হাজার ফিরিশতা তার জন্য মাগফিরাত কামনা করবেন।
[শ্রুতি লেখক (র) বলেনঃ إِذا خرج إِلَى الْمَسْجِد ]এ বিষয়ে শীর্ষক একটি স্বতন্ত্র অধ্যায় আসবে ইনশা আল্লাহ।
[হারুবী বলেন]: যখন বলা হয় فعل فلَان ذَلِك أشرا وبطرا এর অর্থ হবে সে ঔদ্ধত্য ও অহংকার প্রদর্শন করল।
[জাওহারী বলেন] بطر ও أشر সমার্থবোধক।
(ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
491 - وَرُوِيَ عَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من خرج من بَيته إِلَى الصَّلَاة فَقَالَ اللَّهُمَّ إِنِّي أَسأَلك بِحَق السَّائِلين عَلَيْك وبحق ممشاي هَذَا فَإِنِّي لم أخرج أشرا وَلَا بطرا وَلَا رِيَاء وَلَا سمعة وَخرجت اتقاء سخطك وابتغاء مرضاتك فأسألك أَن تعيذني من النَّار وَأَن تغْفر لي ذُنُوبِي إِنَّه لَا يغْفر الذُّنُوب إِلَّا أَنْت أقبل الله عَلَيْهِ بِوَجْهِهِ واستغفر لَهُ سَبْعُونَ ألف ملك
رَوَاهُ ابْن مَاجَه
قَالَ المملي رَضِي الله عَنهُ وَيَأْتِي بَاب فِيمَا يَقُوله إِذا خرج إِلَى الْمَسْجِد إِن شَاءَ الله تَعَالَى
قَالَ الْهَرَوِيّ إِذا قيل فعل فلَان ذَلِك أشرا وبطرا فَالْمَعْنى أَنه لج فِي البطر
وَقَالَ الْجَوْهَرِي الأشر والبطر بِمَعْنى وَاحِد
tahqiqতাহকীক:তাহকীক চলমান