আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪৯৩
অধ্যায়ঃ নামাজ
অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৯৩. হযরত জুবায়র ইবন মুতঈম (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি বলল। ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর নিকট সর্বাধিক উত্তম স্থান কোনটি এবং আল্লাহর নিকট সর্বাপেক্ষা নিকৃষ্ট স্থান কোনটি? তিনি বললেনঃ জিবরাঈল (আ)-কে প্রশ্ন না করে আমি বলতে পারব না। তারপর জিবরাঈল (আ) এসে সংবাদ দিলেন যে, আল্লাহর কাছে সর্বোত্তম স্থান হল মসজিদসমূহ এবং আল্লাহর নিকট সর্বাপেক্ষা ঘৃণ্য স্থান হল বাজারসমূহ।
(আহমদ ও বাযযার হাদীসটি বর্ণনা করেছেন, তবে শব্দমালা বায্যারের। আবু ইয়ালা ও হাকিমও হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, এর সনদ সহীহ।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
493 - وَعَن جُبَير بن مطعم رَضِي الله عَنهُ أَن رجلا قَالَ يَا رَسُول الله أَي الْبلدَانِ أحب إِلَى الله وَأي الْبلدَانِ أبْغض إِلَى الله قَالَ لَا أَدْرِي حَتَّى أسأَل جِبْرِيل عَلَيْهِ السَّلَام فَأَتَاهُ فَأخْبرهُ جِبْرِيل أَن أحسن الْبِقَاع إِلَى الله الْمَسَاجِد وَأبْغض الْبِقَاع إِلَى الله الْأَسْوَاق
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَاللَّفْظ لَهُ وَأَبُو يعلى وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান