আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪৯৫
অধ্যায়ঃ নামাজ
অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৯৫. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (সা) জিবরাঈল (আ)-কে জিজ্ঞাস করেন, কোন স্থান সর্বাধিক উত্তম? তিনি বলেন, আমি জানি না। তিনি বলেন: এ বিষয়ে আমি আপনার রবকে জিজ্ঞেস করে নিই। তিনি বলেনঃ এরপর জিবরাঈল (আ) কেঁদে উঠলেন এবং বললেনঃ হে মুহাম্মদ! আমি কি তাঁকে প্রশ্ন করতে পারি? তিনি তো ঐ মহান সত্তা, যিনি আমাকে যা ইচ্ছা সংবাদ দেন। তারপর তিনি আকাশ পানে চলে যান এবং এসে বলেন: পৃথিবীর মধ্যে সর্বোত্তম স্থান হল আল্লাহর ঘরসমূহ। তিনি জিজ্ঞেস করলেন: সর্বাপেক্ষা নিকৃষ্ট স্থান কোনটি? তারপর তিনি আবার আকাশ পানে চলে যান এবং ফিরে এসে বলেন: সর্বাপেক্ষা নিকৃষ্ট স্থান হল বাজারসমূহ।
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
495 - وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لجبريل أَي الْبِقَاع خير قَالَ لَا أَدْرِي
قَالَ فاسأل عَن ذَلِك رَبك عز وَجل
قَالَ فَبكى جِبْرِيل عَلَيْهِ السَّلَام وَقَالَ يَا مُحَمَّد وَلنَا أَن نَسْأَلهُ هُوَ الَّذِي يخبرنا بِمَا يَشَاء فعرج إِلَى السَّمَاء ثمَّ أَتَاهُ فَقَالَ خير الْبِقَاع بيُوت الله فِي الأَرْض
قَالَ فَأَي الْبِقَاع شَرّ فعرج إِلَى السَّمَاء ثمَّ أَتَاهُ فَقَالَ شَرّ الْبِقَاع الأسوا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiqতাহকীক:তাহকীক চলমান