আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৫০০
অধ্যায়ঃ নামাজ
মসজিদে নিয়মিত গমনের গুরুত্ব এবং মসজিদে বসার প্রতি অনুপ্রেরণা
৫০০. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যারা আল্লাহর ঘরসমূহের রক্ষণাবেক্ষণ করে, তারা তো আল্লাহরই পরিবার।
(হাদীসটি তাবারানী 'আওসাত' গ্রন্থে বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী 'আওসাত' গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي لُزُوم الْمَسَاجِد وَالْجُلُوس فِيهَا
500 - وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن عمار بيُوت الله هم أهل الله عز وَجل
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط