আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫০৯
অধ্যায়ঃ নামাজ
পিঁয়াজ অথবা রসুন অথবা গো রসুন অথবা মূলা ইত্যাদি দুর্গন্ধযুক্ত বস্তু খেয়ে মসজিদে আসার প্রতি ভীতি প্রদর্শন
৫০৯. হযরত উমর ইবন খাত্তাব (রা) থেকে বর্ণিত। একদা তিনি জুমু'আর খুতবায় বললেনঃ হে লোকেরা! তোমরা যে পিঁয়াজ-রসুন খাও, আমি তাতে দুর্গন্ধ ছাড়া আর কিছু দেখছি না। কোন লোকের থেকে এই দুটির গন্ধ পাওয়ায় আমি রাসূলুল্লাহ (সা) কে তাকে মসজিদ থেকে বের করে 'বাকী' নামক স্থানে পাঠানোর নির্দেশ দিতে দেখেছি। কাজেই যে ব্যক্তি খাবে, সে যেন তা রান্না (দুর্গন্ধ দূর) করে খায়।
(মুসলিম, নাসাঈ ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من إتْيَان الْمَسْجِد لمن أكل بصلا أَو ثوما أَو كراثا أَو فجلا وَنَحْو ذَلِك مِمَّا لَهُ رَائِحَة كريهة
509 - وَعَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ أَنه خطب يَوْم الْجُمُعَة فَقَالَ فِي خطبَته ثمَّ إِنَّكُم أَيهَا النَّاس تَأْكُلُونَ شجرتين لَا أراهما إِلَّا خبيثتين البصل والثوم لقد رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا وجد ريحهما من الرجل فِي الْمَسْجِد أَمر بِهِ فَأخْرج إِلَى البقيع فَمن أكلهما فليمتهما طبخا
رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫০৯ | মুসলিম বাংলা